শাহরাস্তিতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ

দেশব্যাপী বিএনপি ও জামায়াতের অবৈধ হরতাল,অবরোধ,অগ্নি সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৫ নভেম্বর রবিবার সাকল ১১টায় শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা আল আমিন কমপ্লেক্স মিলনায়তনে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল দোয়াভাঙ্গা, মেহেরবাসস্ট্যান্ড হয়ে কালিয়াপাড়া বাজার এসে শেষ হয়। শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক সফিউল আজম স্বপনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল।

সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা খিজির হায়দার, উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, বিল্লাল হোসেন তুষার, টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামিলীগ সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম,টামটা দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জহিরুল আলম মানিক, টামটা উত্তর ইউনিয়ন আওয়ামিলীগ নেতা আলমগীর কবির পলাশ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন সাধু, সাবেক ছাএনেতা হুমায়ুন কবির হিরো, মহসিন পাটোয়ারী, এফ কাদের বাবু, এমরান হোসেন, মুরাদ হোসেন মাষ্টার, চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি মোঃ মুনিরুজ্জামান আনছারী,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি ডা: নিমাই চন্দ্র পাল, সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ডা: আবদুর রাজ্জাক, মেহার উত্তর ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি আবদুর রশিদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক ডা: মাহবুব আলম, মেহার দক্ষিণ ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক কামরুল হাসান, সূচীপাড়া উওর ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক মো কবির হোসেন মিয়াজি, ইউপি সদস্য শাহ মিরন, সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামিলীগ নেতা জাকির হোসেন মিয়াজি, সাবেক উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন অন্তর, যুবলীগ নেতা শামীম হোসেন, সাবেক ছাএনেতা রফিকুল ইসলাম মিয়াজী , পীযূষ দাস, ইকবাল হোসেন, আলমগীর হায়দার, জেলা ছাএলীগের সহ- সভাপতি ইস্কান্দার মির্জা সুমন, উপজেলা ছাএলীগ নেতা সৌহরাভ হোসেন সৌরভ, পৌর ছাএলীগ নেতা আবু সাঈদ প্রমুখ। সভায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টু বলেন, শান্তির জনপদ শাহরাস্তিতে কোন বিশৃঙ্খলা জ্বালাও পোড়াও হরতাল অবরোধ ও জনগণের জানমালের কোন ক্ষতি করলে কাউকে ছাড় দেয়া হবেনা। বিগত দিনে বিএনপি জামায়াতের একজনকে ও অন্যায়ভাবে গ্রেফতার বা হয়রানি করা হয়নি। রাজনীতিতে ভাইয়ে ভাইয়ে বিরোধ থাকতে পারে, বঙ্গবন্ধু শেখ হাসিনা ও নৌকার পক্ষে আমরা এক ও অভিন্ন।

প্রতিবেদক: মো. জামাল হোসেন, ৫ নভেম্বর ২০২৩

Share