Thursday, 07 May, 2015 11:22:58 PM
মো. মাহবুব আলম :
শাহরাস্তি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সামিউল মাসুদের জরুরী ত্বরিৎ হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল নবম শ্রেণিতে পড়–য়া এক স্কুল ছাত্রী।
জানা যায়, উপজেলা মেহার উত্তর ইউনিয়ন নায়নানগর গ্রামের সৌদি প্রবাসী আবুল কালাম পাটওয়ারীর কন্যা ও বানিয়াচোঁ জেবি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী উম্মে সালমা (১৬) গায়ে হলুদ শেষে বৃহস্পতিবার দুপুরে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল।
বিয়ের গেইট, বিয়ের অনুষ্ঠানস্থল, রান্নাবান্না শেষ করে বরযাত্রী আসার পূর্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সামিউল মাসুদ বিয়ে বাড়িতে হাজির হলেন।
পাত্রীর অভিভাবক ও আত্মীয় স্বজনের আলাপ করে বিয়ের জন্মনিবন্ধন ও জেএসসি পরীক্ষার সাটিফিকেট দেখে ছাত্রীর অভিভাবকদের বিয়ের আয়োজন বন্ধ রাখার নির্দেশ দেন।
মেয়ের পরিবারকে ১ হাজার টাকার মুচলেকায় পরবর্তীতে বিয়ের আয়োজন করবে না মর্মে অঙ্গীকারনামায় স্বাক্ষর নেন। এসময় শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক মোঃ আব্দুল মান্নান, মোঃ আনিছুজ্জামান, মেহার উত্তর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম রনি, ইউপি সদস্য আমিনুল ইসলাম, জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা মনির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চাঁদপুর টাইমস : এমআরআর/এবিআর/২০১৫
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন :
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur