শাহরাস্তিতে অসহায়দের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও সেলাই মেশিন বিতরণ

চাঁদপুরের শাহরাস্তিতে বশির উল্লাহ আরিফা খাতুন ফাউন্ডেশনের গরীব ও অসহায়দের মাঝে নগদ অর্থ, গৃহনিমাণ সামগ্রী (ঢেউটিন) ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 

২২জুন শনিবার দুপুরে কালিয়াপাড়া বশির উল্লাহ মেডিকেল সেন্টার মিলনায়তনে বশির উল‍্লাহ আরিফা খাতুন ফাউন্ডেশন এর উদ্যোগে এ গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়। আয়োজক সূত্রে জানায় বশির উল্লাহ আরিফা খাতুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বশির উল্লাহ মেডিকেল সেন্টারের স্বত্বাধিকারী, দেবীপুর আরিফা খাতুন সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডাঃ এবিএম সালাউদ্দিন এর নিজস্ব অর্থায়নে প্রতিবছরের ন্যায় এ বছর ৪১টি অসহায় ও গরিব পরিবারের  মাঝে গৃহনির্মাণ (ঢেউটিন) বিতরণ এবং  প্রশিক্ষিত বিধবা ও অসহায় মহিলাদের মাঝে ৮টি সেলাই  মেশিন বিতরণ করেন। 

বশির উল্লাহ আরিফা খাতুন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি  ইঞ্জিনিয়ার মোঃ নজরুল ইসলাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর পরিচালক মোঃ মাজহারুল ইসলাম মিঠু,মোঃ এমরান কবির। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন রবিউল বাসার সজীবসহ হাসপাতালের স্টাফ বৃন্দ।

প্রতিবেদক: মো: জামাল হোসেন, ২২ জুন ২০২৪

Share