চাঁদপুরের শাহরাস্তিতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পরিচালিত এক যৌথ অভিযানে দুই ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিল সেনাবাহিনী ও উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তারা।
উল্লেখযোগ্য এই অভিযান পরিচালিত হয় ৪ জুলাই ২০২৫, রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ সদর আর্মি ক্যাম্প এবং শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযান চলাকালে শাহরাস্তি উপজেলার একটি নির্দিষ্ট এলাকা থেকে বালু উত্তোলন করতে দেখা যায় মোঃ আতাউর রহমান (৩১) ও সাদ্দাম হোসেন (২৮) নামের দুই যুবককে। তাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অভিযোগ আনা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে মোট ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে অবৈধ বালু উত্তোলন কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকার নির্ধারিত নিয়মনীতি উপেক্ষা করে যত্রতত্র নদী বা খাল থেকে বালু উত্তোলন করার ফলে নদীর তীরভাঙন, কৃষিজমির ক্ষয়, পরিবেশ দূষণসহ নানাবিধ সমস্যা দেখা দিচ্ছে। এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল এই ধরনের অভিযানের প্রশংসা করেছে এবং প্রশাসনের এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন, ৫ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur