Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে অবৈধ ড্রেজার জব্দ
ড্রেজার

শাহরাস্তিতে অবৈধ ড্রেজার জব্দ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক গ্রামে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে ড্রেজিং মেশিন জব্দ করা হয়েছে।

১০ জুন শুক্রবার বিকেলে উপজেলার নির্বাহী অফিসারের সার্বিক নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমজাদ হোসেন উপজেলার শোরশাক এলাকায় অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন। মোবাইল কোর্টের অভিযান বুঝতে পেরে ড্রেজারের মালিক তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে ড্রেজারের মালিক কিংবা উপযুক্ত কাউকে পাওয়া যায়নি বিধায় ২টি ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং ড্রেজারের পাইপগুলোর সংযোগ বিচ্ছিন্ন করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমজাদ হোসেন

মোবাইল কোর্টে সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও ইউনিয়ন গ্রাম পুলিশ বৃন্দ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক: জামাল হোসেন, ১০ জুন ২০২২