Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে অবৈধভাবে মাটি কাটায় ভেকু জব্দ
মাটি

শাহরাস্তিতে অবৈধভাবে মাটি কাটায় ভেকু জব্দ

শাহরাস্তিতে অবৈধভাবে কৃষি জমির উর্বর মাটি কেটে নেওয়ার অভিযোগে মোবাইল কোর্টে মেসার্স মদিনা ব্রিকসের ভেকু জব্দ করা হয়েছে। উপজেলার বিভিন্ন ফসলি মাটের কৃষি জমির উর্বর মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে
মাটি কাটার ভেকু জব্দ করে।

১৩ মে শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী
শাহরাস্তি উপজেলার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে অবৈধভাবে কৃষি ফসলি জমি হতে মাটি কাটার অপরাধে মেসার্স মদিনা ব্রিকসের একটি এস কে বাটার (ভেকু) জব্দ করেন এবং আইসার গাড়ির চালকে মাটি পরিবহনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন ধারায় অভিযুক্তকে অর্থদণ্ড প্রদান করেন। উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন উপজেলার আনসারের একটি টীম।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্রে জানা যায় কৃষি জমির উর্বর মাটি বিক্রি ও পরিবহন করা আইনত দন্ডনীয় অপরাধ। কৃষি জমির উর্বর মাটি কেটে তা বিক্রি করা যাবেনা। কেউ অবৈধভাবে কৃষি জমির উর্বরমাটি কেটে বিক্রি করলে এবং ট্রাক্টর ও আইসার ট্রাক দিয়ে পরিবহন করলে তাদের বিরুদ্ধে কঠোর শান্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিনিধি, ১৪ মে ২০২৩