চাঁদপুরের শাহরাস্তিতে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে ৩ শিক্ষার্থীসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন।
আহতের পরিবার সূত্রে জানা যায়, ৩১ মে মঙ্গলবার শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা- উঘারিয়া সড়কের দোয়াভাঙ্গা রেলক্রসিং খাদ্য গুদাম সংলগ্ন সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষ হয়। এতে ৩ শিক্ষার্থীসহ ৫ জন গুরুতর আহত হয়।
ঘটনার বিবরণে জানা যায় সড়কের উপরে থাকা পিকআপভ্যান হঠাৎ করে সড়কের উপরে গাড়িটি ঘোরাতে চেষ্টা করে, ওই সময় দোয়াভাঙ্গা আগামী সিএনজি অটোরিকশা চালিত নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে চলে যায় অপর দিক থেকে দ্রুতগতিতে আসা মোটরসাইকেল চালক সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা ৩ শিক্ষার্থীসহ ৫জন গুরুতর আহত হয়।
আহতরা হলেন, বলশিদ গ্রামের জাকির হোসেনের মেয়ে মেহের ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার (১৭), একই গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে মেহের ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ফাতেমা আক্তার (১৭), উপলতা গ্রামের ইউসুফ মিয়ার ছেলে মোঃ শুভ (২৩), কেশরাঙ্গা গ্রামের আবু তাহেরের ছেলে আরিফ হোসেন (২২) ও মোটরসাইকেল চালক বলশিদ দৈলবাড়ীর মোঃ হানিফ মিয়ার ছেলে জাবের হসেন (১৯)।
উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং কর্তব্যরত ডাক্তার তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। ৩ শিক্ষার্থীর অবস্থা খুবই খারাপ।
শাহরাস্তি মডেল থানার পুলিশ খবর পেয়ে উপ-পরিদর্শক এসআই রোকনউজ্জামান ঘটনাস্থলে পৌঁছে। এবং আহতদের খোঁজখবর নেন। ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পিকআপ ভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রোকনউজ্জামান বলেন আহতের পরিবার থানায় অভিযোগ করলে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
প্রতিবেদক: জামাল হোসেন, ৩১ মে ২০২২