শাহরাস্তি

শাহরাস্তিতে অটিজম সচেতনতামূলক প্রশিক্ষণ

চাঁদপুরের শাহরাস্তিতে অটিজম সচেতনতামূলক প্রশিক্ষণ উপজেলা যুব উন্নয়নের আয়োজনে বুধবার (২৯ মার্চ) শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মানিক লাল মজুমদার, চাঁদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক মোঃ সামসুজ্জামান।

যুব উন্নয়ন ক্রেডিট সুপার ভাইজার মোঃ তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফেরদৌস আহমেদ।

এ সভায় অটিজম স্বায়ুবিকাশ জনিত সমস্যা কবলিত যুবকদের প্রতি দায়িত্ববোধ সম্পর্কে সচেতনতামূলক প্রশিক্ষণ দেয়া হয়।

করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ০২: ০৭ এএম, ৩০ মার্চ ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Share