চাঁদপুরের শাহরাস্তিতে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৬ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলার চাঁদপুর- লাকসাম রেললাইনের পাশে,টামটা দক্ষিণ ইউনিয়নের (শিবপুর- বাংলাবাজার) এলাকা থেকে লাশ উদ্ধার করা হয় ।
পুলিশ জানায়, ওই দিন সকালে স্থানীয়রা রেললাইনের পাশের একটি ডোবার পানিতে এক যুবককে লাশ ভাসতে দেখে। পরে পুলিশ সংবাদ পেয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোর্শেদুল আলম ভূঁইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ওই অজ্ঞাত যুবকের মরদেহ ঊদ্বার করে।
চাঁদপুর রেলওয়ে পুলিশের এএসআই শাহ রাব্বানী এসে ওই যুবকের সুরতহাল সংগ্রহ শেষে আইনি পদক্ষেপ অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানান।
এদিকে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নান চাঁদপুর টাইমসকে জানান, ‘মৃতদেহের ময়নাতদন্তের জন্য চাঁদপুর রেলওয়ে পুলিশকে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।’
প্রতিবেদক: মো.জামাল হোসেন, ১৬ নভেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur