চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলায় অজ্ঞাত নারীর (৫৫) মৃত্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মৃত্যু হয়েছে।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১১ টার সময় উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে অজ্ঞাত মহিলাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। থানার উপ-পরিদর্শক মোঃ মাহদী হাসান তাৎক্ষনিক ওই মহিলাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬টার দিকে সময় তাঁর মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, গত কয়েক মাস ধরেই অজ্ঞাত এই মহিলাকে পাগলিনীর বেশে এলাকার মেহের কালিবাড়ি এলাকায় ঘুরাফেরা ও মাঠের পাশে রাত্রি যাপন করতে দেখা গেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, অজ্ঞাত মহিলার পরিচয় শনাক্তে আঙুলের ছাপ সংগ্রহ করে নির্বাচন কমিশনের সহায়তা নেয়া হচ্ছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।
প্রতিবেদক: জামাল হোসেন, ১৭ সেপ্টেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur