চাঁদপুরের শাহরাস্তি পৌর শহরের ৪নং ওয়ার্ডের সোনাপুর গ্রামের সোনাপুর পশ্চিমপাড়া আলম গাজী বাড়ি আবুল কালামের ছেলে আবুল কাশেমের বসতঘর, দোকান ও রান্নাঘর সহ তিনটি ঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার জানান।
১ জানুয়ারি শুক্রবার রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিবারের লোকজন আগুনের লেলিহান দেখতে পেয়ে তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়।
খবর পেয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিস ডিফেন্স ফোর্স এসে প্রায় ১৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে সবগুলো বসতঘর, দোকান ও রান্নাঘর সহ দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
শাহরাস্তি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহাব উদ্দিন ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মহসিন পাটোয়রী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দেন।
প্রতিবেদক:মো.জামাল হোসেন,২ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur