চাঁদপুরের শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। ৪ জুলাই বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে শাহরাস্তি শহরের ঐতিহ্যবাহী ঠাকুরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে এ ডেউটিন ও চেক বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে ঢেউটিন ও চেক তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মকবুল হোসেন পাটোয়ারী।
উপস্থিত ছিলেন পৌর মেয়র হাজী আব্দুল লতিফ,উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসির আরাফাত, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, ভাইস চেয়ারম্যান ইমদাদুল হক মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ক্ষতিগ্রস্ত পরিবারবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানাযায় শাহরাস্তি শহরের ঠাকুরবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি দোকানঘর পুড়ে ছাই হয়। ওই ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিজনকে ২ বান্ডেল ডেউটিন ও ৬ হাজার টাকার চেক প্রদান করা হয়।
প্রতিবেদক: মো: জামাল হোসেন, ৪ জুলাই ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur