চাঁদপুরের শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই।সর্ব নিঃস্ব হলো পরিবারের লোকজন। গতকাল উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকরা গ্রামের গোবিন্দ বাড়ির মৃত মোঃ রেদোয়ান হোসেনের বসত ঘরে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মুহূর্তের মধ্যেই সম্পূর্ণ ঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকা সূত্রে জানা যায় মৃত রেদোয়ান হোসেনের বসত ঘর থেকে বৈদ্যুতিক সর্ট-সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায়। অগ্নিকাণ্ডের খবর চারদিকে ছড়িয়ে পড়লে এলাকার লোকজন আগুন নিভানোর চেষ্টা চালায়। এতে এই মুহূর্তের মধ্যে একটি বসতঘর ও আরেকটি ঘরের অধিকাংশ পুড়ে ছাই হয়ে যায়।
এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায়।
খবর পেয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের স্থলে গিয়ে আগুন নিভানোর চেষ্টা চালায়।
উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন সরেজমিনে পরিদর্শনপূর্বক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
প্রতিবেদক:জামাল হোসেন, ১২ জুন ২০২৩