Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
Fire-2
ফাইল ছবি

শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

চাঁদপুর শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে ২ টি ব্যবসা প্রতিষ্ঠানে ৩০ লাখ টাকার সম্পদ বিনষ্ট হয়েছে। উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের সূচীপাড়া বাজারে রোববার দিনগত রাত সোয়া ১১ টায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সোয়া ১১ টার দিকে ওই বাজারের ফারুক ষ্টোর নামক প্লাস্টিক সামগ্রীর দোকান হতে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তেই লেলিহান শিখা ছড়িয়ে পড়লে সাথে থাকা রাফি ভ্যারাইটিস ষ্টোরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত ঘটে।

আগুনে রাফি ভ্যারাইটিস ষ্টোরে রক্ষিত মুদিমাল, কসমেটিকসহ ২০ লক্ষ টাকার মালামাল ও ফারুক ষ্টোরের ভেতর রক্ষিত প্লাস্টিক সামগ্রী, ফার্নিচার এবং ক্রোকারিজ সামগ্রীসহ ১০ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়।

শাহরাস্তি ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ জাকির হোসেন জানান, দমকলের ২ টি ইউনিট ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।

স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম টেলিকনফারেন্সে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের উদ্দেশ্যে সমবেদনা জানিয়েছেন।

উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (সহকারি কমিশনার, ভূমি) লিটুস লরেন্স চিরান ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শন করেছেন।

করেসপন্ডেট
১৯ ফেব্রুয়ারি,২০১৯