Home / কৃষি ও গবাদি / শাহরাস্তিকে হারিয়ে সেমিফাইনালে হাইমচর
শাহরাস্তিকে হারিয়ে সেমিফাইনালে হাইমচর
(ফাইল ছবি)

শাহরাস্তিকে হারিয়ে সেমিফাইনালে হাইমচর

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১৬তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে শাহরাস্তি উপজেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়েছে হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থা। মঙ্গলবার (৩১ মে) বিকেল ৩টায় চাঁদপুর স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের চতুর্থ খেলায় ১-০ তে জয় পায় হাইমচর।

খেলার প্রথমার্ধের ২৪ মিনিটে ১২ নম্বর জার্সির খেলোয়াড় আল সিয়াম একমাত্র গোলটি করেন। দ্বিতীয়ার্ধে প্রাণপণ চেষ্টা করেও সমতা ফিরিয়ে আনতে পারেনি শাহরাস্তি।

হাইমচর উপজেলা দলের খেলোয়াড়রা হলেন- মোদাচ্ছের, মো. জসীম, এমরান হোসেন, দোলন, স্বপন চৌধুরী, শাহ আলম, মোঃ নুঘাসিন, তারেক হোসেন, মিহির ঘোষ, পলাশ, সেন্টু। অতিরিক্ত খেলোয়াড়, ইমরান হোসেন, রোকন, মামুন, ফারুক।

শাহরাস্তি উপজেলা দলের খেলোয়াড়রা হলেন- মিলন, শিপন, রিপন, শাহ আলম, সাকিল, আল সিয়াম, এমরান, জুয়েল, আল-আমিন, মিলন, মিল্লাদ। বদলি খেলোয়াড় ঃ মেহেদী হাসান, রহমান, মধুসূদন দাস, মামুন, কালাম, সোহাগ।

শরীফুল ইসলাম

:  আপডেট, বাংলাদেশ সময় ১১:২০ পিএম,  ৩১ মে  ২০১৬, মঙ্গলবার

ডিএইচ