চাঁদপুর সদর উপজেলার শাহতলী বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত আনোয়ার টেলিকমে দুর্র্ধষ চুরি ঘটনা ঘটে। গত রবিবার গভীর রাতে অজ্ঞাত চোর চক্র দোকানের চালের টিন খুলে এ-চুরির ঘটনা ঘটায়।
এতে চোরেরা নগদ টাকাসহ প্রায় ১ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে দাবি করা হয়েছে।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ আনোয়ার হোসাইন বলেন, অন্যদিনের মতো রবিবার ২৭ই আগস্ট রাত আনুমানিক ১০ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান।
প্রতি দিনের ন্যায় সাভাবিক নিয়মেই তিনি সোমবার ২৮ই আগস্ট সকালে দোকান খুলেন। দোকানের শাটার খুলেই দেখতে পান দোকানে থাকা তার সকল আসবাবপত্র এলোমেলো অবস্থায় পরে আছে এবং দোকানের পিছনের চালের টিন খোলা। এবস্থা দেখেই তিনি তার আশেপাশের দোকানদারের ডাকেন। এবং নিশ্চিত হন তার দোকানে চুরি হয়েছে।
ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, এই ঘটনায় তার নগদ অর্থ সহ প্রায় ১লাখ টাকার মালামাল চুরি হয়। দোকানে থাকা নগদ ২০ হাজার টাকা, ৫০হাজার টাকা মূল্যের নতুন ৩৫টি মোবাইল সেট, ২০ হাজার টাকার মোবাইল রিচার্জ কার্ড।
এছাড়াও দোকানে থাকা মেমোরি কার্ড, হ্যাডফোন, পাওয়ার ব্যাংক, ব্লুটুথ ডিভাইস, চার্জার সহ প্রায় ১০ হাজার টাকা মূল্যের অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়।
আনোয়ার হোসেন ঘটনাটি বাজার কমিটি ও স্থানিয় কমিউনিটি পুলিশ কমিটিকে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এবং এই ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি চুরির মামলা দায়ের প্রস্তুতি
প্রতিবেদক- এমএ শাকুর
: আপডেট, বাংলাদেশ ১১ : ৪০ পিএম, ২৮ আগস্ট ২০১৭, সোমবার
ডিএইচ