Home / শিক্ষাঙ্গন / শাহতলী জিলানী চিশতী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়
sahtoli-jilani-chisti-coleg

শাহতলী জিলানী চিশতী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজের ২০১৮সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে ও দোয়ার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘চাঁদপ্রু সদর উপজেলার প্রথম বেসরকারি কলেজ এটি। বর্তমান সরকার ও স্থানীয় এমপি ডা. দীপু মনির বদান্যতায় এ কলেজটিতে একটি চারতলা ভবন নির্মিত হয়েছে। আগামী বছর থেকে নতুন ভবনে সকল একাডেমীক কার্যক্রম চলবে ইনশা’আল্লাহ।

এ প্রতিষ্ঠানে সর্বোচ্চ ক্লাস হয়। স্থানীয় শিক্ষকরা যে কোন রাষ্ট্রীয় ক্রান্তিকালে নিয়মিত ক্লাস নিচ্ছে। কলেজের পড়াশুনার মানোন্নয়নে শিক্ষকরা নিরলস কাজ করে যাচ্ছে। এ কলেজের শিক্ষকরা অনেক মেধাবী ও দক্ষ। প্রতিষ্ঠানে কোন বিষয়ের কোন শিক্ষকের ঘাটতি নেই। স্থানীয় জন প্রতিনিধিরা প্রতিষ্ঠানের কল্যানে কাজ করে যাচ্ছেন।’

তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আমাদের কলেজের পাবলিক পরীক্ষার ফলাফল ভালো। আমরা আশাবাদী এ বছরও তোমরা ভালো ফলাফল অর্জনের মাধ্যমে কলেজের সুনাম অক্ষুন্ন রাখবে।’

এইচএসসি পরীক্ষার ফলাফলের গুরুত্ব অনেক। এইচএসসি পরীক্ষার মাধ্যমেই উচ্চ শিক্ষা গ্রহনের পথ উন্মুক্ত হয়। এই প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়ে একজন শিক্ষার্থী ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। এটি আমাদের জন্য গৌরবের বিষয়।’

এছাড়াও তিনি আরও বলেন, ‘আগামী পহেলা এপ্রিল গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদপুর আসবেন। এটি চাঁদপুর বাসীর জন্য গৌরব ও আনন্দের বিষয়। চাঁদপুর এ উপলক্ষে নতুন সাজে সেজেছে। সবাই প্রধামনন্ত্রীর জনসভায় উপস্থিত থাকার অনুরোধ করছি।’

কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ এর সভাপতিত্বে ও প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নেপাল চন্দ্র কর্মকার, হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল কৃষ্ণ ঘোষ,

উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হুমায়ুন কবির তালুকদার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মো: আবুল কালাম আজাদ, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান,

সহকারি অধ্যাপিকা আলেয়া চৌধুরী, প্রভাষক ছোহাইল আহমাদ চিশতী, প্রভাষক ফারজানা আক্তার, প্রভাষক মো: জিয়াউর রহমান, প্রভাষক মো: হানিফ মিয়া, প্রভাষক মোহাম্মদ মানিক মিয়া, প্রভাষক হাবিবুর রহমান, প্রভাষক মো: সাহাদাৎ হোসেন, ৪নং শাহমাহমুদপুর ইউপি সদস্য মিসেস ফিরোজা বেগম প্রমূখ।

বিদায়ী পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো: সাজ্জাদ হোসেন পাটওয়ারী, তানিয়া আক্তার এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তামান্না আক্তার, শাহরিয়ার হাসান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মো: গোলাম সারওয়ার, সহকারি অধ্যাপিকা সাহেরা আক্তার, প্রভাষক ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মো: নুরুল বাতেন, প্রভাষক ও গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য নুরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক মিসেস শামীমা আক্তার,

কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য ও ৪নং শাহমাহমুদপুর ইউপি সদস্য মো: সফিক ক্বারী, গভর্নিং বডির অভিভাবক সদস্য ও মৈশাদী ইউপির সাবেক সদস্য মো: জাকির মুন্সি, প্রভাষক মো: মাহবুবুর রহমান, প্রদর্শক মো: মুঞ্জুর হোসেন পাটওয়ারী, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, সহ: লাইব্রেরীয়ান নাছরীন আক্তার, কম্পিউটার অপারেটর মো: রানা সরকার, অফিস সহকারি মো: মেহেদী হাসান প্রমূখ।

অনুষ্ঠানে শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কলেজের প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী।

প্রতিবেদক : করেসপন্ডেন্ট