Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / শাহতলী জিলানী চিশতী কলেজে মতবিনিময়
শাহতলী জিলানী চিশতী কলেজে মতবিনিময়

শাহতলী জিলানী চিশতী কলেজে মতবিনিময়

চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজে আসন্ন একাদশ শ্রেণীতে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত বিষয়ে সামবার দুপুরে কলেজ মিলনায়তনে শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ হারুর-অর রশিদ ।

মতবিনিময় সভায় অংশ নেন কলেজ গভর্নিং বডির দাতা সদস্য ও চাঁদপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সোহেল রুশদী,সহকারী অধ্যাপক (ভূগোল ) গোলাম সারওয়ার,সহকারী অধ্যাপিকা (ইসলামের ইতিহাস ) সাহেরা আক্তার,সহকারী অধ্যাপক (কৃষি) কামরুল হাসান,সহকারী অধ্যাপিকা (বাংলা ) আলেয়া আক্তার,প্রভাষক (যুক্তিবিদ্যা) শামীমা আক্তার,প্রভাষক (সমাজকল্যান ) নুরুল বাতেন, প্রভাষক (কম্পিউটার ) নুরুন্নাহার বেগম মুক্তা,প্রভাষক (পদার্থ বিজ্ঞান ) হানিফ মিয়া, প্রভাষক (ব্যবসা সংগঠন ) জিয়াউল রহমান, প্রভাষক (ইংরেজী ) জহিরুল ইসলাম মুরাদ প্রভাষক (হিসাব বিজ্ঞান ) মানিক মিয়া, প্রভাষক ( গণিত ) শাহাদাত হোসেন ,প্রভাষক (জীব বিজ্ঞান ) হাবিবুর রহমান, প্রভাষক (রসায়ন বিজ্ঞান ) মাহাবুবুর রহমান, প্রদর্শক (জীব বিজ্ঞান ) মোঃ মঞ্জুর হোসেন পাটওয়ারী, শরীর চর্চা শিক্ষক হালিমা আক্তার,অফিস সহকারী ইনচার্জ রানা সরকার,অফিস সহকারী মেহেদী হাসান প্রমুখ ।

সভায় আসন্ন একাদশ শ্রেণীতে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত বিষয়ে কলেজের শিক্ষকদের বেশকিছু উপকমিটি গঠন করা হয় ।

সভায় চলতি বছর ছাত্রী-ছাত্রীদের ভর্তিতে এসএমএস ফ্রি,মেধাবীদের বিনাবেতনে পড়ার সুযোগ,গরীব ও মেধাবীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা,এ + প্রাপ্ত ছাত্রী-ছাত্রীদের ভর্তি ফ্রি,এসএসসি পরীক্ষায় উত্তীর্ন শিক্ষার্থীদের অভিভাবকদের অভিনন্দন জানিয়ে চিঠি দেওয়াসহ বিভিন্ন গুরুত্বপুর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয় ।

সভায় কলেজের লেখাপড়ার মান বৃদ্ধি এবং ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষকদের পাঠদান আরো জোরদার করতে কলেজ গভর্নিং বডির দাতা সদস্য সোহেল রুশদী অনুরোধ জানান ।

এছাড়াও কলেজের কোন শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে কোন অনিয়ম পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যব্স্থা গ্রহনের কথাও বলেন তিনি।

: আপডেট ০৩:২৫ এএম, ১০ মে ২০১৬, মঙ্গলবার
ডিএইচ