করেসপন্ডেন্ট:
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজ মিলনায়তনে শনিবার সকাল ১১টায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের যেীথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
কলেজ অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে ও উত্তর শাহ্তলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির দাতা সদস্য ও চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রুশদী ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সহসভাপতি আব্দুল হান্নান সবুজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার,
কলেজের সহকারী অধ্যাপক আব্দুস ছাত্তার,সহকারী অধ্যাপিকা সাহেরা আক্তার, সহকারী অধ্যাপক গোলাম সারোয়ার কচি,সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান,প্রভাষক মোঃ নুরুল বাতেন, প্রভাষক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা,প্রভাষক মোঃ জহিরুল ইসলাম মুরাদ, প্রভাষক মোঃ মানিক মিয়া।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন, সিনিয়ন সহকারী শিক্ষকা ফাহিমা জাহান, সহকারী শিক্ষক মামুনুর রশিদ, মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফাতেমা বেগম, সদর উপজেলা যুবলীগের সদস্য আব্দুল মালেক মুন্না, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক আবুল কাসেম কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুন আল হাসান, উত্তর শাহ্তলী যোবাইদা বালক সঃপ্রাঃ বিঃ সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি, একাদশ শ্রেণীর ছাত্রী সাকেরা আক্তার, ১০ম শেণির ছাত্র সাব্বির হোসেন মিজি প্রমুখ।
আলোচনা সভায় জাতীয় শোক দিবসের তাৎপর্য নিয়ে আলোকপাত করা হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়।
এছাড়া আলোচনা সভায় কলেজের প্রাক্তন মেধাবী ছাত্র আলাউদ্দিন খান খোকনের অকাল মৃত্যুতে কলেজের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন গভনির্ং বডির দাতা সদস্য সোহেল রুশদী ।
সবশেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ধর্মীয় শিক্ষক মাওলানা সহিদুল ইসলাম ।
চাঁদপুর টাইমস- ডিএইচ/2015।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur