চাঁদপুর সদর

শাহতলী কামিল মাদ্রাসার জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

চাঁদপুর সদর উপজেলার শাহতলী কামিল মাদরাসায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও সমাবেশ সোমবার (১ আগস্ট) বেলা ১১টায় প্রতিষ্ঠানটির সামনে অনুষ্ঠিত হয়।

এ সময় সকল শিক্ষার্থী ও শিক্ষকরা জঙ্গিবাদ বিরোধী ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেয়।

এতে বক্তব্য রাখেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন, শিক্ষক প্রতিনিধি প্রথম মোহাদ্দেস মাওলানা মোঃ ইয়াসিন মিয়া, দ্বিতীয় মোহাদ্দেস মাওলানা আকতার হোসাইন, প্রভাষক মাও. এমদাদ উল্যাহ, মাও. মুহাম্মদুল্লাহ, মাও. মুহাম্মদ আবদুল মান্নান, মাও. মহিউদ্দিন, মাও. বেলায়েত হোসেন মিজি, শিক্ষক হাফেজ জহিরুল হক, শিক্ষক প্রতিনিধি মাওলানা মো. মিজানুর রহমান, মাওলানা আবদুল হালিম গাজী, শিক্ষক মো. ইসমাইল মিয়া, শিক্ষক মোঃ রুস্তম খান, মাও. বাহাউদ্দিন, মাও. কামাল হোসাইন, হিসাব রক্ষক মোঃ শরিফুর রহমান, শিক্ষার্থী মোঃ আবদুল্লাহ শাকুর, মোঃ আল- আমিন, হাফেজ মহিউদ্দিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে কোনপ্রকার সন্ত্রাসী কার্যক্রম করতে দেওয়া হবে না। তাই সকলকে নিজ নিজ জায়গা থেকে সতর্ক থেকে প্রতিষ্ঠানের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে হবে।

শাহতলী কামিল মাদ্রাসার জঙ্গিবাদবিরোধী মানববন্ধনশাহতলী কামিল মাদ্রাসার জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

About The Author

প্রতিবেদক- এম এ শাকূর
Share