শাহতলী কামিল মাদ্রাসার বার্ষিক মাহফিল ২৮ মার্চ

চাঁদপুর সদর উপজেলার শাহ্তলী কামিল মাদ্রাসার আসন্ন বার্ষিক মাহফিল ও কামিল পরীক্ষা উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা মঙ্গলবার দুপুর ১২টায় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয় । সভায় সর্বসম্মতিক্রমে মাদ্রাসার বার্ষিক মাহফিল আগামী ২৮ মার্চ শনিবার ও আসন্ন কামিল পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে করার লক্ষ্যে গভনির্ং বডি,অভিভাবক , এলাকাবাসী ও শাহতলী বাজার বাসীর সহযোগিতা কামনা করা হয় । সভায় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়েজ আহমাদ সভাপতিত্ব ও সহকারী অধ্যাপক মোঃ কামাল উদ্দিন পরিচালনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা গভনির্ং বডির সহ-সভাপতি ও চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রুশদী ।

বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা বেলাল হোসাইন,গভর্নিং বডির অভিভাবক সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোশারফ হোসেন তালুকদার, শাহতলী হাজী ছমির উদ্দিন কারী ওয়াকফ এষ্টেট এর মোতয়াল্লী আবদুল বারেক কারী,মাদ্রাসা মসজিদ কমিটির আহবায়ক কারী আবদুল ওয়াদুদ, গভনির্ং বডির অভিভাবক সদস্য মাওলানা মোঃ হানিফ খান, গভনির্ং বডির শিক্ষক প্রতিনিধি হেড মোহাদ্দেস মাওলানা মোঃ ইয়াসীন মিয়া, গভনির্ং বডির প্রাক্তন সদস্য সহকারী মেীলভী মাওলানা হাফেজ জহিরুল হক, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মাওলানা আবদুল হালিম , গভর্নিং  বডির অভিভাবক সদস্য মোঃ হেলাল উদ্দিন গাজী,বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব খায়রুল বাশার, , ওয়াকফ কমিটির সদস্য মোঃ মজিবুর রহমান বাবুল কারী, সদস্য সাবেক ইউপি মেম্বার সফিক কারী ,ফাযিল ১ম বর্ষের ছাত্র মোঃ মহিউদ্দিন,শিক্ষার্থী মোঃ নাছির উদ্দিন,মোঃ আবু নাঈম,হাফেজ মঞ্জুরুল ইসলাম প্রমুখ । এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক মোহাম্মদ উল্যাহ, প্রভাষক মাওলানা এমদাদ হোসাইন,প্রভাষক মাওলানা মোঃ মহিউদ্দিন, প্রভাষক (খন্ডকালীন ) বেলায়েত হোসেন, শিক্ষক মাওলানা মোস্তফা খান, শিক্ষক মাওলানা কামাল হোসাইন,শিক্ষক মাওলানা মোঃ বাহারউদ্দিন,শিক্ষক হাফেজ মোঃ জাহাঙ্গীর হোসেন,সহকারী শিক্ষক হাবিবুর রহমান, বিএসসি শিক্ষক রুস্তম খান,শিক্ষক মোঃ ইসমাইল হোসেন, ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সোহেল কারী,ব্যবসায়ী রহিম কারী,ব্যবসায়ী মোবারক মিজি, আমির হোসেন খান,আক্তার হোসেন প্রমুখ ।

সভায় ঐতিহ্যবাহী আসন্ন বার্ষিক মাহফিল ও সদরের উক্ত মাদ্রাসার কেন্দ্রে কামিল পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপুর্ন করার ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন সহ-সভাপতি সাংবাদিক সোহেল রুশদী ।

Share