শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ ফয়েজ আহমাদের স্মরণসভা

চাঁদপুর সদর উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মরহুম মাওলানা ফয়েজ আহমাদের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান শনিবার (২৭ র্ফেরুয়ারি) সকাল সাড়ে ১০টায় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদীর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মোঃ কামাল উদ্দিনের পরিচালনায় স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বেলাল হোসাইন।

অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান,চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত কমান্ডার আবুল কালাম চিশতী,মৈশাদী ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ আব্দুল মান্নান,শাহতলী কামিল মাদ্রাসার প্রাক্তন সহ-সভাপতি আলহাজ্ব শেখ আব্দুর রশিদ, চাঁদপুর প্রেসক্লাবের সহ সভাপতি গিয়াসউদ্দিন মিলন, ফরিদগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ড.মাহবুবুর রহমান,হাজীগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ড.হেফজুর রহমান, চাঁদপুর ওসমানিয়া ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল, ছালেহাবাদ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সগীর আহমাদ, চাঁদপুর আহমাদিয়া ফাযিল মাদ্রসার অধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান, কামরাঙ্গা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মজিবুর রহমান, দাসাদী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওমর ফারুক,সাদ্রা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক,শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ, চাঁদপুর বিষ্ণুদী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন,রামপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোঃ মাঈনুদ্দিন,শাহতলী কামিল মাদ্রাসার গভনির্ং বডির প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব আবু তাহের খান,গভনির্ং বডির অভিভাবক সদস্য মোশারফ হোসেন তালুকদার, উপজেলা সমাজসেবা অফিসার সিরাজুল হক মিয়া,বাকিলা ফাযিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা এ এফ এম আমিন উল্যাহ, প্রধান মোহাদ্দেস মাওলানা মোঃ ইয়াসীন মিয়া,২য় মোহাদ্দেস মাওলানা আক্তার হোসেন, প্রভাষক মাওলানা আব্দুল মান্নান, মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস ছাত্তার মাষ্টার,মাদ্রাসার গভনির্ং বডির প্রাক্তন শিক্ষক প্রতিনিধি মাওলানা হাফেজ জহিরুল হক, প্রাক্তন গভর্নিং বডির সদস্য মাওলানা আব্দুর রশিদ,গভনির্ং বডির শিক্ষক প্রতিনিধি মাওলানা আবদুল হালিম, মৈশাদী বিএনপির সহসভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মনিরুজ্জামান মানিক, মৈশাদী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নুরুজ্জামান খান বাবলু, উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম ফারুক, মাদ্রাসার শিক্ষক ইসমাইল মিয়া ,মরহুমের বড় ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এ এস এম ইসমাঈল আল মাছুম, মাদ্রাসার শিক্ষার্থী মাওলানা মহিউদ্দিন প্রমুখ ।

বক্তারা বলেন ,শাহ্তলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ ফয়েজ আহমাদ একজন সৎ, নিষ্ঠাবান ও কর্মধ্যক্ষ লোক ছিলেন । তিনি এ মাদ্রাসায় ৮ বছর ৩ মাস চাকুরী করেছেন অত্যন্ত দায়িত্বশীল ও ন্যায়পরায়ন ভাবে । তিনি এ মাদ্রাসার জন্য নিবেদিত প্রান ছিলেন । এ মাদ্রাসার উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন । এ জন্য তার জানাজায় এবং স্মরণ সভায় এত লোকের সমাগম ঘটেছে । এ মাদ্রাসা ও এলাকার মানুষ আজীবন তাকে স্মরন করবে । তার মতো একজন সফল অধ্যক্ষ পাওয়া এ যুগে কঠিন । স্মরণসভায় উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এনায়েতউল্যা খোকন, মৈশাদী বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান স্বপন,হামানকর্দ্দী ইউপি মেম্বার মোঃ ফারুক সরকার, প্রাক্তন মেম্বার ইব্রাহীম খান, জিলানী চিশতী কলেজের প্রভাষক জহিরুল ইসলাম মুরাদ, প্রভাষক মানিক মিয়া, ছোটসুন্দর কৃষি ব্যাংক কর্মকর্তা আবু নসুদ মুন্সি,জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন,মাদ্রাসা গভনির্ং বডির দাতা সদস্য মাওলানা জাকির হোসেন তপাদার, অভিভাবক সদস্য মাওলানা আবদুল হানিফ,অভিভাবক সদস্য মোঃ হেলাল উদ্দিন গাজী,মরহুমের ভাই প্রভাষক এ এন এম হেলাল উদ্দিন,এ টি এম মোছলেহ উদ্দিন,ছেলে ইব্রাহীম আল মামুন, প্রমুখ ।

শুরুতেই কোরআন তেলোয়াত করেন মরহুমের ছোট ছেলে এ এন এম শোয়াইব আল মাহমুদ ।

সবশেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বেলাল হোসাইন ।

: আপডেট ১১:১২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার

ডিএইচ

Share