চাঁদপুর সদর

চাঁদপুর শাহতলী কামিল মাদরাসা সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে

চাঁদপুর জেলা প্রশাসনের নির্দেশনায় সদর উপজেলার শাহতলী কামিল মাদরাসায় সিসি ক্যামেরা বসানোর উদ্যেগে সোমবার (৮ আগস্ট) সকাল ১১ টায় মাদরাসার শিক্ষক মিলনায়তনে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইনের সভাপতিত্বে ও প্রভাষক মো. কামাল উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সোহেল রুশদী।

তিনি বলেন, ‘কঠোর নিরাপত্তা রক্ষার্থে ও মাদরাসার সভাপতি মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় আমরা আমাদের এ প্রতিষ্ঠানে অতি দ্রুততার সাথে সিসি ক্যামেরা স্থাপন করতে যাচ্ছি। এরই পাশাপাশি আমরা পুরো ক্যাম্পাসকে ওয়াইফাই নেটওয়ার্কের আওতাভুক্ত করবো। এই কাজ গুলো বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে সকল যন্ত্রাদি মাদরাসায় এসে পৌঁছেছে এবং এগুলো দু-একদিনের মধ্যেই স্থাপিত হবে

সভায় মাদরাসার শিক্ষক, গভর্নিং বডির সদস্য ও এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

চাঁদপুর শাহতলী কামিল মাদরাসা সিসি ক্যামেরার নিয়ন্ত্রণেচাঁদপুর শাহতলী কামিল মাদরাসা সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে

About The Author

প্রতিবেদক- এম এ শাকূর
: আপডেট, বাংলাদেশ সময় ০৭:০০ পিএম, ৮ আগস্ট ২০১৬, সোমবার
ডিএইচ
Share