বাংলাবাজার আদর্শ একাডেমিতে ক্রীড়ার পুরস্কার বিতরণ

চাঁদপুর সদরের বাংলাবাজার আদর্শ একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর টাইমস প্রকাশক ও সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল।

বক্তব্যে তিনি বলেন, শুধু শিক্ষিত হলেই চলবে না, সুশিক্ষিত হতে হবে। বর্তমান তথ্য প্রযুক্তির কিছু অপব্যবহারের কারণে কুশিক্ষিত সন্তান বেশি তৈরি হচ্ছে। প্রযুক্তির কল্যাণে যেমনিভাবে পৃথিবীকে হাতের মুঠোয় রেখে দেখার সুযোগ হচ্ছে তেমনিভাবে আমাদের সন্তানরা নেতিবাচক বিষয়গুলোতে জড়িয়ে পড়ছে।

তিনি বলেন, সুশিক্ষার অভাবে আমাদের অনেক উচ্চ পদস্থ কিছু কর্মকর্তাদের পিতা-মাতাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয়। আমি আদর্শ একাডেমিকে বলবো আপনারা আদর্শবান সন্তান তৈরিতে এগিয়ে আসবেন। এক্ষেত্রে অভিভাবকদেরকেও সহযোগিতার হাত বাড়াতে হবে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাড. শাহজাহান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সিটি কলেজ গভর্নিং বডির সদস্য অ্যাড. আতাউর রহমান পাটওয়ারী। আমরা মুক্তিযোদ্ধার সন্তান চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, প্রশাসনিক কর্মকর্তা ও ম্যানেজিং কমিটির সদস্য আলী আহমেদ পাটওয়ারী, ম্যানেজিং কমিটির সদস্য হাজী আলী আহমেদ কবিরাজ, বাচ্চু মিয়া পাটওয়ারী।

এসময় দাতা সদস্য দেলোয়ার হোসেন গাজী, শাহালম খান, অ্যাড কাদের খানসহ বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি, ২০১৯

Share