আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ গাছতলা দরবার শরীফে মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরু করেন। তিনি বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সদর উপজেলার বাগাদী ইউনিয়নস্থ গাছতলা দরবার শরীফের খাজা আহমদ শাহ (র.)সহ অন্যান্য ওলীগণের মাজার জিয়ারত করেন। দোয়া ও মুনাজাত করেন দরবার শরীফের বর্তমান গদ্দীনশীন পীর আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী। মিলাদ কিয়াম পরিচালনা করেন পীরজাদা মাওলানা খাজা জোবায়ের। এরপর তিনি নেতৃবৃন্দকে সাথে নিয়ে সে এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, এই বাংলায় ইসলাম কায়েম হয়েছে আল্লাহর ওলীদের মাধ্যমে। হযরত শাহজালাল (র.), শাহপরান (র.)সহ ৩৬০জন আল্লাহর ওলী এই উপমহাদেশে ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন। তাঁদের দাওয়াতী কার্যক্রমে আজকে আমরা মুসলমান এবং এই ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। অথচ মুসলমান নানধারী কিছু ভণ্ড, প্রতারক, মুনাফেক আল্লাহর ওলীদের অবদানকে অস্বীকার করে তাঁদের সমাধিস্থল পবিত্র মাজারকে ভাংচুর করে অবমাননা করে আসছে। তারা মানুষকে কবর থেকে তুলে পুড়িয়ে ফেলছে, জীবন্ত মানুষকে পিটিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে হত্যা করছে। দুঃখজনক হচ্ছে এসব জঘন্য মানবতা বিরোধী কর্মকাণ্ড তারা ইসলামের দোহাই দিয়ে করে পবিত্র ধর্ম, শান্তির ধর্ম ইসলামকে কলঙ্কিত করছে। অথচ ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতার ধর্ম। তাই ওইসব মোনাফেক জঙ্গি গোষ্ঠীকে আসন্ন নির্বাচনে ভোটের মাধ্যমে জবাব দিয়ে দিতে হবে, তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। তাদেরকে বুঝিয়ে দিতে হবে হযরত শাহজালাল শাহপরানের বাংলায় স্বাধীনতা বিরোধী, জঙ্গি গোষ্ঠী ওলী বিদ্বেষীদের ঠাঁই হবে না। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাআতের মার্কা, সুফিবাদের মার্কা মোমবাতি মার্কায় ভোট দিয়ে কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা কায়েম এবং সুফিবাদী সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে সকল নবী প্রেমিক ওলী প্রেমিক সুন্নী মুসলমানকে আহ্বান জানান।
গণসংযোগকালে মোমবাতি প্রতীকের প্রার্থী এএইচএম আহসান উল্লাহ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়নে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
লিফলেট বিতরণের সময় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটার ও ব্যবসায়ীদের সাথে তিনি দীর্ঘ সময় কথা বলেন। সাধারণ ভোটাররা জানান, সৎ ও যোগ্য প্রার্থীর পক্ষে তাদের সমর্থন সবসময় থাকবে।
গণসংযোগকালে প্রার্থী আরও বলেন, মোমবাতি হচ্ছে আলো ও শান্তির প্রতীক। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। শান্তি ও সম্প্রীতির বার্তা আমরা প্রতিটি ঘরে পৌঁছাতে চাই। এ সময় দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর পৌর শাখার সভাপতি মাওলানা আবদুর রউফ খান, ইসলামী যুবসেনা চাঁদপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত, ফয়েজ আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
২২ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur