জাতীয়

শাহজালাল বিমানবন্দরে প্রথম নারী সিএসও রাসিদা সুলতানা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (সিএসও) হিসেবে নিয়োগ পেয়েছেন রাসিদা সুলতানা। বৃহস্পতিবার প্রথম নারী হিসেবে তিনি এ দায়িত্ব পান।

তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এ ব্যাপারে জানতে চাইলে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী জানান, বৃহস্পতিবার নিয়োগ পাওয়ার পর থেকেই বিমানবন্দরে দায়িত্ব পালন করছেন রাসিদা সুলতানা।

বেবিচক সূত্রে জানা যায়, প্রধান নিরাপত্তা কর্মকর্তা হওয়ার আগে রাসিদা সুলতানা শাহজালাল বিমানবন্দরের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা (এসএসও) ছিলেন। এর আগে পদটিতে দায়িত্বে ছিলেন ইফতেখার জাহান। নানা অভিযোগে ৩ আগস্ট তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১১:৫০ পিএম, ১৯ আগস্ট ২০১৬, শুক্রবার
ডিএইচ

Share