করোনায় আক্রান্ত বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার শারীরিক অবস্থায় অবনতি হয়েছে।
মাশরাফির ঘনিষ্ঠ সুত্র সোমবার ২২ জুন একটি সংবাদ মাধ্যমকে খবরটি নিশ্চিত করেছে। বাংলাদেশ দলের এ সফল অধিনায়ককে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার।
সূত্রটি বলেছে ‘অ্যাজমা ওর আগে থেকেই ছিল। সে কারণে হয়তো সকাল থেকে বুকে ব্যথা অনুভব করছে। ওর পরিবারের সবাই ওকে সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) নেওয়ার কথা ভাবছে। হাসপাতালের সঙ্গে যোগাযোগও করা হয়েছে। এখন ও ঘুমাচ্ছে। উঠলে ওর সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
গত ২০ জুন মাশরাফির শরীরে করোনা শনাক্ত হয়। এরপর গতকালও তার শারীরিক অবস্থা ভালো ছিলো। কিন্তু আজ হঠাৎ করেই শারীরিক অবস্থা অবনিতির দিকে চলে যায়।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur