Home / সারাদেশ / শারদীয় দুর্গাপূজা কাল শুরু
puja

শারদীয় দুর্গাপূজা কাল শুরু

সনাতন ধর্মাবলম্বীদের সবচে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে কাল ২০ অক্টোবর শুক্রবার । ষষ্ঠী পূজার মধ্যদিয়ে এ উৎসব শুরু হয়ে মঙ্গলবার ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে পাঁচদিনব্যাপি এ উৎসব।

পূজাকে আনন্দমুখর করে তুলতে দেশজুড়ে বর্ণাঢ্য প্রস্তুতি এরইমধ্যে শেষ হয়েছে। সারাদেশে এখন বইছে উৎসবের আমেজ। ঢাক-ঢোল,কাঁসা এবং শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন মণ্ডপ। রামকৃষ্ণ মিশনের পূজার নিঘন্টে বলা হয়েছে। কাল শুক্রবার সকাল ৬টা ১০ মিনিটে কল্পারম্ভ এবং বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে উৎসবের প্রথম দিন ষষ্ঠী পূজা সম্পন্ন হবে। এদিন সকাল থেকে চন্ডিপাঠে মুখরিত থাকবে সব মণ্ডপ এলাকা।

উৎসবের দ্বিতীয় দিন শনিবার মহাসপ্তমীর পূজা অনুষ্ঠিত হবে সকাল ৬ টা ১০ মিনিটে । মহাঅষ্টমীর পূজা অনুষ্ঠিত হবে সকাল ৬টা ১০ মিনিটে এবং বেলা ১১টায় অনুষ্ঠিত হবে কুমারী পূজা। সন্ধিপূজা শুরু হবে রাত ৮ টা ৬ মিনিটে ।

সোমবার সকাল ৬টা ১০ মিনিটে শুরু হবে নবমী পূজা। পরদিন মঙ্গলবার দশমী পূজা শুরু সকাল ৬ টা ৩০ মিনিটে। পূজা সমাপন ও দর্পণ বিসর্জন হবে সকাল ৯ টা ৪৯ মিনিটের মধ্যে। সন্ধ্যায় আরাত্রিকের পর প্রতিমা বিসর্জন ও শান্তিজল গ্রহণের মধ্যদিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপি এ উৎসবের।

চাঁদপুরে ২২৩টি । প্রতি মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় থাকবে

চাঁদপুর জেলা প্রশাসন,জেলা পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, থানা পুলিশ নিয়েছে সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা। এ উৎসবকে ঘিরে জেলার ৮ উপজেলায় চলছে আনন্দ-উদ্দীপনা। জেলা প্রশাসন ও জেলা, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দরা স্ব স্ব উপজেলা পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দদেরকে নিয়ে করেছেন প্রস্তুতিমূলক সভা। এবার পূজাকে ঘিরে মন্ডপগুলোতে গঠন করেছেন স্বেচ্ছাসেবক কমিটি এবং প্রতিটি পূজা মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় এনেছেন। কোনো কোনো পূজা মন্ডপে ডেকোরেটরের সাজসজ্জার কাজ প্রায় ৯৫ ভাগ শেষ হয়েছে।

১৪ অক্টোবর দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্তলোকে আগমন করবেন। এবার দেবীর আগমন ঘোড়ায় চড়ে। যাবেন ঘোড়ায় চড়ে।

১৯ অক্টোবর মহাপঞ্চমী তিথির মধ্য দিয়ে ৫ দিনব্যাপি দুর্গোৎসব শুরু হবে। ২৪ অক্টোবর মহাবিজয়া দশমীর মধ্য দিয়ে পূজা সমাপ্তী ঘটবে। চাঁদপুর জেলার ৮টি উপজেলার ২২৩টি মণ্ডপ । প্রতীমা তৈরির প্রস্তুতিও শেষ ।

এ বছর জেলার ৮টি উপজেলায় ২২৩ টি মন্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে। প্রাপ্ত তথ্য মতে চাঁদপুর সদরে ৩৬টি , হাজীগঞ্জে ২৯ টি,কচুয়ায় ৪১টি, হাইমচরে ৬টি,শাহরাস্তি ১৮টি, ফরিদগঞ্জে ২০টি ,মতলব দক্ষিণে ৩৭টি এবং মতলব উত্তরে ৩৪টি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা মন্ডপ রয়েছে।

১৯ অক্টোবর ২০২৩
এজি