ম্যাচ জিতিয়ে ভিডিও বার্তায় যা বললেন শামীম পাটোয়ারী

বয়সভিত্তিক দলে আলো ছড়িয়ে আলোচনায় এসেছেন শামীম পাটোয়ারী। তাকে নিয়ে প্রত্যাশা অনেক। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য শামীম ঘরোয়া ক্রিকেটেও নিজের নাম উজ্জ্বল করেছেন ব্যাটে, বলে, ফিল্ডিংয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে আগের টি-টোয়েন্টি ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। আজ (রোববার) নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন শামীম।

নিজের অভিষেক ম্যাচে ১৩ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেললেও ম্যাচ জেতাতে পারেননি তিনি। আজ জিম্বাবুয়ের দেওয়া ১৯৪ রানের লক্ষ্য টপকাতে নেমে আবারও ব্যাট হাতে ঝড় তুলেছেন। খেলেছেন ১৫ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস। এতে ৫ উইকেটে জয়ের পাশাপাশি সিরিজ জিতে টাইগাররা।

ম্যাচ শেষে শামীম জানালেন, আন্তর্জাতিক ক্রিকেট সহজ জায়গা নয়। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আসলে আন্তর্জাতিক ক্রিকেট অনেক কষ্টের। এতদিন অনূর্ধ্ব-১৯ খেলেছি, ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছি, তার থেকে একেবারেই আলাদা আন্তর্জাতিক ক্রিকেট। যা এখানে এসে বুঝতে পেরেছি।’

সঙ্গে যোগ করেন শামীম, ‘আন্তর্জাতিক ক্রিকেটে খারাপ বল কম পাওয়া যায়। বেশিরভাগ সময়ই ভলো বল আসে। আর এই ভালো বলগুলো হিট করতে হয়, বাউন্ডারি মারতে হয়, অনেক প্রক্রিয়া ঠিক রেখে খেলতে হয়, দায়িত্ব নিতে হয়।’

দীর্ঘদিন ধরেই বাংলাদেশ দলে একজন ভালো মানের ফিনিশারের অভাব। শেষদিকে পাওয়ার হিটিংয়ে ম্যাচ বের করতে পারেন, তেমন খেলোয়াড়ের সন্ধান করেও খোঁজ মিলছিল না। অবশেষে সে আশার পালে হাওয়া দিচ্ছেন শামীম। চাঁদপুরের এই অলরাউন্ডারকে ঘিরে নতুন স্বপ্ন বুনতে শুরু করেছেন বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা।

ক্রীড়া ডেস্ক

Share