শামা ওবায়েদসহ বিএনপির ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা এক মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য শামা ওবায়েদ, প্রেস সচিব মারুফ কামাল খানসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (৩০ মার্চ) মামলাটির চার্জশিট আমলে নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এ পরোয়ানা জারি করেন।

এর আগে বাড্ডা থানায় ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে দায়ের হওয়ার এ মামলায় ৬০ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ।

চার্জশিটে শামা ওবায়েদ, মারুফ কামাল খান, শিরিন সুলতানা ও সালাউদ্দিনসহ ১৬ জনকে পলাতক দেখানো হয়।

বুধবার মামলাটি আমলে নিয়ে পলাতক ১৬ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

বিষয়টি জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল।

||আপডেট: ০৬:১২  অপরাহ্ন, ৩০ মার্চ ২০১৬, বুধবার

চাঁদপুর টাইমস /এমআরআর

Share