জেলা বিএনপির সম্মানিত সদস্য ও ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শামসুল হক প্রধানীয়ার পিতা মরহুম আশ্রাফ আলী প্রধানীয়ার ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বাদ আছর যমুনা রোড বাইতুল আমীন জামে মসজিদ ও বড় স্টেশন জামে মসজিদে পৃথকভাবে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বড় স্টেশন জামে মসজিদের ইমাম মুফতি সিরাজুল ইসলাম। এ সময় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রধানীয়া পরিবারের সদস্যবৃন্দ, আত্মীয়স্বজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী/
৭ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur