চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আ’লীগের জাতীয় পরিষদের সদস্য ড. শামছুল হক ভূঁইয়া এমপি আ’লীগের দলীয় মনোনয়ন পাওয়ার ঘোষনায় তাৎক্ষনিক আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করেছে। রোববার (২৫ নভেম্বর) দুপুরে পৌর শহরে উক্ত মিছিল বের হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্বপন, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী শফিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন ভূইয়া ইরান।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সদস্য ইসমাইল হোসেন পাটওয়ারী, উপজেলা স্বেচ্চাসেবক লীগের সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন মিঠু, বর্তমান সাধারণ সম্পাদক কাউছারুল আলম কামরুল, ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, পৌর যুবলীগের আহ্বায়ক কাউন্সিলর মো. জামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ প্রমুখ।
প্রতিবেদক: আতাউর রহমান সোহাগ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur