শামছুল হক ইসলামিক একাডেমীর সবক উদ্বোধন

হাজীগঞ্জ রামগঞ্জ সড়কের পাশে মনতলা শামছুল হক ইসলামিক একাডেমী দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে ২০২৩ শিক্ষাবর্ষের সবক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সোমবার সকালে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুর রউফ আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসাবে শামছুল হক একাডেমীর শিক্ষার্থীদের সবক পাঠের মাধ্যমে উদ্বোধন করেন।

শামছুল হক একাডেমীর সভাপতি বিশিষ্ট শিল্পপতি হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও হাফেজ মাও. মিজানুর রহমানের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজেরা আলী ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মিও. গোলাম মোস্তফা, শামছুল হক একাডেমীর সেক্রেটারি ডা. শাহাজান মিজি, বিশিষ্ট শিক্ষানুরাগী ড. ইব্রাহিম খলিল, মাদ্রাসার সহ-সভাপতি মাওলানা নুরে আলম, মাও. সলিমউল্ল্যাহ, সালেহ আহম্মেদ মাষ্টার, প্রাক্তন শিক্ষক আবু বক্কর, শিক্ষক মোতাহের হোসেন প্রমুখ।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়,২ জানুয়ারি ২০২২

Share