Home / শিক্ষাঙ্গন / শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি : প্রতি আসনে লড়ছেন ৪৬ জন
shahajalal sc & tec=

শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি : প্রতি আসনে লড়ছেন ৪৬ জন

আগামি সোমবার থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। ১৩ ও ১৪ জানুয়ারি দু দিনব্যাপি অনুষ্ঠিত এ পরীক্ষায় দুটি ইউনিটে মোট ১ হাজার ৬৪৩টি আসনের বিপরীতে অংশ নিচ্ছেন ৭৫ হাজার ১১৫ জন পরীক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ৪৬ জন ভর্তিচ্ছু।

ভর্তি পরীক্ষার সদস্যসচিব অধ্যাপক ড.মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,প্রথম দিন সোমবার ১৩ জানুয়ারি বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন মঙ্গলবার ১৪ জানুয়ারি একই সময়ে বি ইউনিটের পরীক্ষা নেয়া হবে।

এ ইউনিটের ভর্তি পরীক্ষায় ঢাকা কেন্দ্রে অংশ নেবেন ৪৩ হাজার ২৩৭ জন এবং সিলেট কেন্দ্রে ১৩ হাজার ৮৩৮ জন পরীক্ষার্থী। অন্যদিকে বি ইউনিটের পরীক্ষায় ঢাকা কেন্দ্রে ৯ হাজার ৫৮৬ জন এবং সিলেট কেন্দ্রে অংশ নেবেন ৮ হাজার ৪৫৪ জন পরীক্ষার্থী।

ভর্তি পরীক্ষা সিলেট ও ঢাকা বিভাগের মোট ১৬টি উপকেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ১২টি উপকেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। এসব কেন্দ্র হলো নীলক্ষেত উচ্চ বিদ্যালয়,ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ (বুয়েট), ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ,গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ, গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ,বিটিসিএল আইডিয়াল স্কুল, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ,সিদ্ধেশ্বরী বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল, রায়হান স্কুল অ্যান্ড কলেজ ও মগবাজার গার্লস হাইস্কুল।

সিলেটে শাবিপ্রবি ক্যাম্পাস ছাড়াও চারটি উপকেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্র হলো পাটানতুলা জামেয়া,মিরাবাজার জামেয়া, অগ্রগামী গার্লস হাইস্কুল ও আম্বরখানা মহিলা উচ্চ বিদ্যালয়।

বি ইউনিটের পরীক্ষা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং সিলেটে শাবিপ্রবি ক্যাম্পাস, রপাটানতুলা জামেয়া, মিরাবাজার জামেয়া ও অগ্রগামী গার্লস হাইস্কুল কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

১১ জানুয়ারি ২০২৬
এ জি