চাঁদপুর

শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের নিরাপত্তা থাকবে : জেলা প্রশাসক

আসন্ন দুর্গাপূজা উদযাপনকল্পে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সোমবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল।

এ সময় তিনি বলেন, “চাঁদপুরে এবারের আসন্ন দুর্গাপূজা অত্যন্ত শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে চাই। আজকের এই মতবিনিময় সভায় আপনারা যে পরামর্শ দিয়েছেন তা বাস্তবায়নের চেষ্টা করবো। আপনাদের কাছে আমার অনুরোধ, সংযমের মাধ্যমে সমস্ত কাজ সম্পন্ন করবেন। এবারে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের নিরাপত্তা থাকবে।”

তিনি আরো বলেন, “অতীতের চেয়ে এখন পূজার ব্যয় এবং মানও বেড়েছে। সরকারও সহায়তার বৃদ্ধি করা হয়েছে। এতে প্রমাণিত হয় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।”

অতিরিক্ত জেলা প্রশাসক মো. লুৎফর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, জেলা সিভিল সার্জন রথীন্দ্রনাথ মজুমদার, জেলা কোস্টগার্ড স্টেশন কমান্ডার শেখ নুরুজ্জামান, জেলা ক্যাব সভাপতি জীবন কানাই চক্রবর্তী, জেলা পূজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়, বর্তমান কমিটির আহ্বায়ক প্রফেসর রনজিত রায় চৌধুরী, সদস্যসচিব রাধা গোবিন্দ ঘোষ, হরিভোলা মন্দির কমিটির সভাপতি অজয় কুমার ভৌমিক, জেলা ন্যাপ সভাপতি আবুল কালাম পাটোয়ারী।

এছাড়াও মতবিনিময় সভায় জেলা ও উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আশিক বিন রহিম ||আপডেট: ০৬:৫৫ পিএম,১২ অক্টোবর ২০১৫, মঙ্গলবার

 চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

Share