বাংলাদেশ আওয়ামী লীগের প্রেডিয়াম সদস্য, ও স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, ‘যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন হবে। দাঙ্গা হাঙ্গামা ও আগুন সন্ত্রাসী করে ক্ষমতায় আসা যায় না। ক্ষমতায় আসতে হলে নির্বাচনের মাধ্যমে আসতে হয়। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনের নামে আগুন সন্ত্রাসী করলে সমুচিত জবাব দেওয়া হবে। নির্দিষ্ট সময়ে সংবিধানের আলোকে নির্বাচন অনুষ্ঠিত হবে। ষড়যন্ত্র করে লাভ নেই নির্বাচনের প্রস্তুতি নেন।’
শনিবার (২৯ এপ্রিল) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৬নং কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ইউনিয়নের দশানী বেরিবাধ সংলগ্ন আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গনে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মায়া চৌধুরী বিএনপির উদ্দেশ্যে আরও বলেন, কারো যদি মন চায় জনগণকে সেবা করবে। তাহলে ক্ষমতায় আসতে হবে। আর ক্ষমতায় আসার সিঁড়ি হল নির্বাচন। নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসতে হবে। এছাড়া আর বিকল্প কোন কিছু চিন্তা করলে আমরা তার উচিৎ জবাব দিয়ে দিব। এবং দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দিব। তাই ষড়যন্ত্র না করে নির্বাচনে এসে প্রমাণ দেখান আপনারা কতটুকু জনপ্রিয়।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, বিএনপির অপ-রাজনীতি থেকে এদেশের জনগণের জানমাল রক্ষা করার জন্যে আমরা শান্তি সমাবেশ ও কর্মী সামেবশ করছি। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে কেউ বাধা দিতে আসলে তা প্রতিহত করা হবে। সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মান অভিমান ভুলে দেশরত্ন শেখ হাসিনাকে চতুর্থ বারের মতো প্রধান করার জন্য সকল নেতাকর্মীদেরকে এক হয়ে কাজ করে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সবসময়ই উন্নয়নে বিশ্বাসী। যতবার আওয়ামী লীগ ক্ষমতায় আসছে ততবারই উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের জন্য রাত দিন করে যাচ্ছেন। তাই আওয়ামী লীগই হচ্ছে জনগণের আস্থার সরকার। আগামী দিনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় এনে জনগণ তার জবাব দিয়ে দিবে।
মায়া চৌধুরী আরও বলেন, এদেশের মানুষের ভাগ্যের উন্নতির জন্য আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। তাই আগামী বছর জানুয়ারী মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা কে বিজয়ী করতে হবে। দেশের উন্নয়ন করতে হলে আওয়ামী লীগের বিকল্প নেই।
উপজেলার কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ. টি.এম মজিবুর রহমানের সভাপতিত্বে ও মতলব উত্তর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য এ কে রিয়াজ উদ্দিন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু।
কর্মীসভায় স্বাগত বক্তব্য রাখেন,কলাকান্দা ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত সফল চেয়ারম্যান আঃ সোবাহান সরকার শুভা।
কর্মীসভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য আতিকুল ইসলাম শিমুল, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইউব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, গাজী ইলিয়াসুর রহমান, অর্থ সম্পাদক মিজানুর রহমান, যুব ক্রীড়া সম্পাদক নুরুল আমিন বোরহান, সদস্য রাধেশ্যাম সাহা, বীর মুক্তিযোদ্ধা আইউব আলী মোল্লা প্রমূখ।
এসময় ছেংগারচর পোর আওয়ামী লীগের সভাপতি হাজ্বী মনির হোসেন বেপারী,সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির খান, ফতেপুর পূর্ব ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, আওয়ামী লীগ উপ-কমিটির সাবেক সদস্য আহসান উল্লাহ হাসান, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ, ছেংগারচর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব রুহুল আমিন মোল্লা, উপজেলা অঅওয়ামী লীগের সম্মেলন প্রস্তÍুতি কমিটির সদস্য অ্যাড.সেলিম মিয়া,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সিরাজুল ইসলাম ডাবলু, মতলব উত্তর উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধান,সাধারণ সম্পাদক মোঃ হুমায়ান কবির হাওলাদার, ছেংগারচর পৌর আ’লীগ নেতা খোকন প্রধান, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি নাইমুল হাসান লাভলু, উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহিন চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা কামরুল হাসান মামুন, বিমানবন্দর থানা যুবলীগের সভাপতি হৃদয় চৌধুরী, উপজেলা শ্রমিকলীগ নেতা শামীম প্রধান, দূর্গাপুর ইউনিয়ন যুবলীগ নেতা ইউসুফ জামিল, ছেংগারচরসরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহবায়ক মনির হোসেন,ছেংগারচর পৌর মৎস্যজীবি লীগের সভাপতি মোঃ হোসেন সরকার জনি, সাধারণ সম্পাদক ইমরান মঞ্জুর, উপজেলা ছাত্রলীগ নেতা খোরশেদ আলম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির ১ নাম্বার সদস্য সদরুল আমিন,ছেংগারচর পৌরসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: খান মোহাম্মদ কামাল, ২৯ এপ্রিল ২০২৩