Home / সারাদেশ / মেরিন টেকনোলজির ছাত্রদের শাট-ডাউন কর্মসূচি ১৯ মে
marin111-1

মেরিন টেকনোলজির ছাত্রদের শাট-ডাউন কর্মসূচি ১৯ মে

কেন্দ্রিয় ছাত্র কল্যাাণ পরিষদের ডাকে ১৭ মে ২০২৫ বেলা ১১ টায় চাঁদপুরে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ছাত্রদের গত ১৭ মে ছিল‘ ক্লাশ বর্জন’ কর্মসূচি ইনস্টিটিউটের ক্যাম্পাসে। এ কর্মসূচি পালনে সংগঠনের নেতৃত্বস্থানীয় ছাত্রগণ বক্তব্য দেন। ছাত্র কল্যাাণ পরিষদের চাঁদপুরের সমন্বয়ক আমিরুল ইসলাম ও মো.আমির হোসেন জানান,দেশের ৬টি মেরিনের কেন্দ্রিয় ছাত্র কল্যাাণ পরিষদের ডাকে চাঁদপুরে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ছাত্রদের এ ক্লাশ বর্জন কর্মসূচি ইনস্টিটিউটের ক্যাম্পাসে পালন হয়।

তাদের দীর্ঘদিনের অন্যত্তম দাবির মধ্যে রয়েছে-ডিপ্লোমা শেষে জাহাজে ঊঠার বৈধ পাসর্পোটস বা‘ সিডিসি’ যাকে বলা যায় জাহাজে উঠার পাস র্পোট ’প্রদানের অনুমতি প্রদান। তারা আরো জানান, আমাদের দাবি না মানলে ১৯ মে সোমবার থেকে শাট-ডাউন কর্মসূচি পালনের নির্দেশ রয়েছে। তাদের মূল উদ্দেশ্য তুলে ধরে আরো বলেন,‘ছাত্র সমাজের ন্যায্য অধিকার রক্ষায় সবার মধ্যে সচেতনতা তৈরি করা ও কোনো রূপ বিশৃঙ্খলা সৃষ্টি নয়। সর্বদাই ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির নিয়ম-শৃঙ্খলা বজায় রাখতে তারা অঙ্গীকারাবদ্ধ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে কর্মসূচি পালন করছে বলে জানিয়েছেন ।’

চাঁদপুর টাইমস
১৮ মে ২০২৫
এজি