কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শাজুলিয়া দরবার শরীফের আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারী বার্ষিক মাহফিল উপলক্ষে দায়িত্বশীলদের নিয়ে বিশেষ প্রস্তুতি সভা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দরবার শরীফ মিলনায়তনে এ প্রস্তুতি সভা করা হয়।
শাজুলিয়া দরবার শরীফের পীর আবুল হাসান শাহ মুহাম্মদ রুহুল্লাহ শাজুলী’র সভাপতিত্বে বক্তব্য দেন, শাজুলিয়া দরবার শরীফের পরিচালক শাহ মুহাম্মদ নুরুল্লাহ শাজুলী,শাজুলিয়া খানেকার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, শাজুলিয়া দরবারের শুভাকাক্সিক্ষ মোঃ নজরুল ইসলাম, হাজী শাহজাহানসহ আরো অনেকে। সভায় আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারী বার্ষিক মাহফিল যথাযথভাবে পালনের লক্ষে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২ জানুয়ারি ২০২৪