২০১৫ সালে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করলেও এখনো ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে কাজ করা হয়নি নুসরাত ফারিয়ার।
গত জানুয়ারিতে মুক্তি পাওয়া তার সর্বশেষ ছবি ‘ইন্সপেক্টর নটি কে’ সহশিল্পী ছিল জিৎ। এর আগেও দুটি ছবিতে কলকাতার অভিনেতা জিতের সঙ্গে জুটি বেঁধেছিলেন ফারিয়া।
শাকিব এবং জিতের মধ্যে যাকে বেশি পছন্দ করেন ফারিয়া:- শাকিব না জিৎ কোন অভিনেতা প্রিয়- জানতে চাইলে সম্প্রতি এক অনুষ্ঠানে নুসরাত ফারিয়া বলেন, জিৎ। শাকিব ভাইয়ের সাথে আমার তেমন কোনো যোগাযোগ নেই। তার সাথে কোনো কাজও হয়নি।
একবার জাজ মাল্টিমিডিয়ার প্রোগ্রামে (চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশক প্রতিষ্ঠান) তার সাথে দেখা হয়েছিল। সেখানে আমাকে শাকিব ভাই জিজ্ঞেস করেছিল, ‘কাজ কেমন চলছে- সব ঠিকঠাক কি না?’ ওই একবারই। এরপরে আর দেখা হয়নি।
এমটিনিউজ২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur