শহীদ স্বজনদের হাতে সম্মাননা স্মারক তুলে দিতে মঞ্চে ডেকে নিয়ে নয়, নিজেই দর্শকসারিতে গিয়ে সম্মাননা পৌছান চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান । আলোচনায় নিজে কাঁদলেন অন্যেকেও কাঁদালেন তিনি। পুলিশ সুপারের এমন কাজে অভিভূত হলেন উপস্থিত সবাই। ব্যতিক্রম আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে উদযাপিত হলো চাঁদপুর জেলা পুলিশ মেমোরিয়াল ডে।
রবিবার ১ মার্চ সারাদেশের মতো চাঁদপুরেও যথাযোগ্য মর্যাদায় জেলা পুলিশ লাইনস্- এ উদযাপিত হয়েছে বাংলাদেশ পুলিশ মেমোরিয়াল ডে। প্রথমে চাঁদপুর জেলার ১৬ জন শহীদ পুলিশ সদস্যের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরা দেশের বিভিন্নস্থানে দায়িত্ব পালনকালে শহীদ হন। এসময় তাদের প্রতিকৃতির সামনে একমিনিট নিরবতা ও দোয়া শেষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের প্রধান জ্যেষ্ঠ পুলিশ সুপার জামশের আলী, জেলায় সদ্যপদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রমূখ।
স্মৃতিচারণ ও আলোচনায় অংশ নিয়ে জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, নিহত পুলিশ সদস্যের বীরত্বের কথা স্মরণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। এসময় উপস্থিত স্বজনরাও অশ্রুসিক্ত হয়ে পরেন।
পরে নিজেই দর্শকসারিতে গিয়ে অনুষ্ঠানে উপস্থিত শহীদ ১৬ জন পুলিশ সদস্যের স্বজনের হাতে সম্মাননা তুলে দেন। এই বিষয় জেলার মতলব উত্তর থানার ওসি নাসিরউদ্দিন মৃধা জানান, বিগত দুইদশক ধরে পুলিশে চাকরি করছি। তবে এমন বিরল দৃশ্য কখনো চোখে পরেনি।
বিশেষ প্রতিনিধি , ১ মার্চ ২০২০