চাঁদপুরে শহীদ সিয়াম সংসদের উদ্যোগে ৩ ডিসেম্বর চাঁদপুর আল-আমিন মডেল মাদরাসা মাঠে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামপুর গাছতলা পীর সাহেব আল্লামা খাজ মোঃ অলিউল্লাহর সভাপতিত্বে এবং শহীদ সিয়াম স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান আমিন আহমেদ মস্তানের সঞ্চালনায় উক্ত মাহফিলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলামের প্রতিনিধি হিসেবে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক মুহাম্মদ পারভেজ। প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা মোঃ বিল্লাল হোসেন মিয়াজী, বিশেষ বক্তার বক্তব্য রাখেন কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা শফিকুল আলম হেলাল। কুরআনের তাফসীর পেশ করেন আলহাজ্ব হযরত মাওলনা সাইফুল্লাহ মুনির, চাঁদপুর হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আসাদুজ্জামান দেওয়ান, গুনরাজদী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মাহাবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সিয়ামের গর্বিত পিতা মো: মজিবুর রহমান সুমন মস্তান, অ্যাড. মোঃ শাহজাহান মিয়া, আব্দুস শুক্কুর মস্তান, ফরিদ আহমেদ মস্তান, হুমায়ুন কবির সেলিম ভুইয়া, মো: আমিন হাওলাদার প্রমূখ।
অনুষ্ঠানে ইসলামী সঙ্গিত ও হামদ-নাতে রাসুল সা. পেশ করেন চাঁদপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন মোহনা শিল্পীগোষ্ঠি ও হিলশা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ। দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়। দোয়া পরিচালনা করেন ইসলামপুর গাছতলা দরবারের পীর সাহেব খাজ মোঃ অলিউল্লাহ।
স্টাফ রিপোর্টার, ৪ ডিসেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur