হাজীগঞ্জ

হাজীগঞ্জে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

মহান ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হাজীগঞ্জের রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমী শহীদ মিনারে শিক্ষক শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ ফুলের ঢালা নিয়ে স্মরণ করতে দেখা যায়।

শুক্রবার প্রভাতে ৭নং বড়কূল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ, ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দেন। এর পর অন্যান্য রাজনৈতিক দলের পূর্বে রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমী, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন এর পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন করে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মুক্তিযুদ্ধা মনির হোসেন গাজী, প্যানেল চেয়ারম্যান সাইফুল্লা বকাউল, ইউপি সদস্য দুলাল হোসেন, আবুল বাশার, ইউনিয়ন যুবলীগের সভাপতি লোটার্স দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক আবু নাসের সুমন,উপজেলা যুবলীগের সদস্য মো. শাহআলম, যুবলীগ নেতা আবু ইউসুফ, ছাত্রলীগের নেতা বাবু প্রমুখ।

রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমীর প্রধান শিক্ষক হাবিবুর রহমান অনুষ্ঠান সফল করার লক্ষে নানা প্রস্তুতি গ্রহন করতে দেখা যায়।

অপরদিকে হাজীগঞ্জে ৪নং কালঁচো দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ভাষা শহীদের স্মরণে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করতে দেখা যায়। শুক্রবার সকালে রামপুর বাজারে প্রভাত ফৈরি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে ফুলের ঢালা শহীদ মিনারে প্রধান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী, কালঁচো দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন মিকন, সাধারন সম্পাদক আনিসুর রহমান মজুমদার, সাবেক সভাপতি শাহজালাল মজুমদার, আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম ভূঁইয়া, সোহাগ, নজরুল ইসলাম প্রমুখ।

জহিরুল ইসলাম জয়

Share