শাহরাস্তি

শহীদ জিয়ার সৈনিকেরা বর্তমান অবস্থার পরিবর্তন ঘটাবে : এমএ মতিন

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সাবেক সভাপতি ও সাংসদ এম এ মতিন বলেছেন, ‘নিদর্লীয়, নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের অধিনে আগামী নির্বাচন দিতে হবে। সামনে আরো কঠিন সময় আসছে। সাহসিকতার সহিত শহীদ জিয়ার সৈনিকেরা বর্তমান অবস্থার পরিবর্তন ঘটাবে। সেজন্য ঐক্যবদ্ধ থেকে দলীয় সকল নেতৃবৃন্দ একযোগে কাজ করতে হবে।’

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উত্তর ঠাকুর বাজার স্থানীয় মিলনায়তনে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহরাস্তিতে বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও শাহরাস্তি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম ছিদ্দিকুর রহমান স্যারের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এ স্বরণ সভা অনুষ্ঠিত হয়।

শাহরাস্তি পৌর বিএনপির আহবায়ক শেখ মো. বেলায়েত হোসেন সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, ‘বিএনপিতে ছিদ্দিকুর রহমান স্যারের অবদান অবিস্মরণীয়। শাহরাস্তিতে বিএনপির যত নেতা রয়েছে, তার মধ্যে ছিদ্দিকুর রহমান অন্যতম।’

উপজেলা বিএনপি নেতা শাহাজাহান মজুমদার সাজুর উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ড. আলমগীর কবির পাটোয়ারী, শাহরাস্তি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ও সাবেক পৌর মেয়র মোঃ মোস্তফা কামাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার।

এতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আক্তার হোসেন চৌধুরী, উপজেলা যুবদল সভাপতি সাইফুল করিম মিনার, পৌর যুবদল সভাপতি তাজুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক আবুল কাশেম আকাশ, সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, মরহুম ছিদ্দিকুর রহমানের মেঝো ছেলে মোঃ সোহেল রানা, ছোট পুত্র মোঃ আদনান নোমান, পৌর স্বেচ্ছাসেবক নেতা মোঃ হানিফ মিয়াজী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহাজাহান স¤্রাট, সাইফুল ইসলাম রাজ, পৌর ছাত্রদল নেতা মোঃ মোস্তফা কামাল, রাজু পাটোয়ারী, নেয়ামত উল্যাহ প্রমুখ।

স্মরণ সভা শেষে দোয়া মিলাদ পরিচালনা করেন মাওঃ কাজী জাকির হোসাইন

শাহরাস্তি করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ০৮:৫৩ পিএম, ১৮ জানুয়ারি ২০১৮, বৃহস্পতিবার
ডিএইচ

Share