চাঁদপুর

চাঁদপুরে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ উল্লাহ মাস্টারের দাফন সম্পন্ন

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বাবুরহাট স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও মুক্তিযোদ্ধা শহীদ উল্লাহ মাষ্টারের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। ২ আগস্ট রোববার সকাল ১০টায় চাঁদপুর পৌর এলাকার বাবুরহাট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

করোনা পরিস্থিতির কারণে নামাজে জানাজায় সীমত সংখ্যক মুসল্লী অংশগ্রহন করেন। জানাজায় ইমামতি করেন স্থানীয় বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম মাওলানা মো. ফারুক।

নামাজে জানজা পূর্বে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সভাপতি মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওসমান গণি পাটওয়ারী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, বাবুরহাট স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে মুক্তিযোদ্ধা ছানা উল্লাহ প্রমূখ।

টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন মরহুমের ছেলে অস্ট্রেলিয়া প্রবাসী বিজ্ঞানী ড. আবু আলী ইবনে সিনা শুভ।

বক্তব্য পূর্বে গার্ড অফ অনার প্রদান করেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন এর নেতৃত্বে পুলিশ সদস্যবৃন্দ।

উপজেলা প্রশাসনের পক্ষে রাষ্ট্রীয় মর্যাদায় অংশগ্রহন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জামাল উদ্দিন। রাষ্ট্রীয় মর্যাদা শেষে চাঁদপুর জেলা আওয়ামী লীগ ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে পুষ্পস্তবক প্রদান করে মরহুমকে শেষ শ্রদ্ধা জানোন হয়।

শনিবার বিকেল ৪টার দিকে শহরের বাবুরহাট বাজার সংলগ্ন নিজ বাড়ীতে তিনি বার্ধক্যজনিত অসুস্থ্যতার কারণে ইন্তেকাল করেন।

স্টাফ করেসপন্ডেন্ট, ২ আগস্ট ২০২০

Share