Home / ইসলাম / ছোট্ট একটি সুন্নাত আমলে ১০০ শহীদের সাওয়াব লাভ
ছোট্ট একটি সুন্নাত আমলে ১০০ শহীদের সাওয়াব লাভ
প্রতীকী

ছোট্ট একটি সুন্নাত আমলে ১০০ শহীদের সাওয়াব লাভ

সুন্নাতকে আঁকড়ে ধরার মর্যাদা সুউচ্চ। যখন মানুষ প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহান সুন্নাতকে ছেড়ে দেবে। বিদাআতকে আপন করে নিবে, বিদাআতের উদ্ভাবনকারীদের সম্মান প্রদর্শন করবে।

এমনকি আল্লাহ ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদেশ ও নিষেধ মেনে চলা থেকে বিরত থাকবে এবং গোমরাহ লোকদের সম্মান করতে দ্বিধাবোধ করবে না।

তখন মুসলিম জাতি চতুর্দিক থেকে দুর্যোগের, ফেতনা-ফাসাদ, অশান্তি ও অকল্যাণে সম্মুখীন হবে। এমন কঠিন মুহূর্তে বিশ্বনবীর আদর্শকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরার মধ্যেই রয়েছে কল্যাণ তথা ১০০ শহীদের সাওয়াব লাভের মর্যাদা।

হাদিসে এসেছে-

প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন, ‘আমার উম্মাতের মধ্যে যখন ফেতনা-ফাসাদ হবে, তখন যে ব্যক্তি আমার সুন্নাতকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখবে, তাকে একশত শহীদের সাওয়াব প্রদান করা হবে। (মিশকাত)

সুতরাং আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরে সুন্নাতের পরিপন্থী বিদাআতী কাজকে প্রতিরোধ ও পরিহার করার তাওফিক দান করুন। আমিন।