ফরিদগঞ্জে ইউনিয়ন তৃণমূল আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগস্ট ও ২১ আগস্টের শহীদদের স্মরণে কোরানখানী, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ আগষ্ট শুক্রবার বিকেলে দক্ষিণ পাইকপাড়া ইউনিয়নের দায়চারা চৌরাস্তা সংলগ্ন মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
সাবেক ছাত্রলীগ নেতা মো. রেজাউল করিম সবুজের সভাপতিত্বে, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইয়াছিন পাটওয়ারী ও ছাত্রলীগের সভাপতি শেখ হোসেন আহাম্মেদ রাজন এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর সভাপতি ইঞ্জিনিয়ার আলিম আজম রেজা, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিঠু, সাইফুল ইসলাম রিপন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান সবুজ, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক আকবর হোসেন মনির, পৌর আওয়ামীলীগ নেতা মোহাম্মদ রসু মিয়া ও পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল ইসলাম সাউদ ।
প্রতিবেদক: শিমুল হাছান, ২৮ আগস্ট ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur