মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘অঙ্গীকার’-এর পাদদেশে শ্রদ্ধা নিবেদন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিসহ সর্বস্তরের জনগণ।
২৬ মার্চ রোববার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে অঙ্গীকার এলাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভসূচনা হয়। এর আগে জেলা সদর ও উপজেলাগুলোতে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এদিকে, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অঙ্গীকারে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষামন্ত্রীসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এরপর জেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ প্রশাসনের পক্ষে এসপি মো. মিলন মাহমুদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি নাসির উদ্দিন আহমেদ, চাঁদপুর পৌরসভার পক্ষে মেয়র জিল্লুর রহমান, জেলা পরিষদের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।
অঙ্গীকারে পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন নৌপুলিশ চাঁদপুর অঞ্চল, সিআইডি চাঁদপুর জেলা, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), পৌর আওয়ামী লীগ, চাঁদপুর সিভিল সার্জন, চাঁদপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, চাঁদপুর জেলা যুব মহিলা লীগ, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, বিএমএ চাঁদপুর, পরিকল্পনা বিভাগ চাঁদপুর, চাঁদপুর, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চাঁদপুর, জেলা আনসার ও ভিডিপি, গণপূর্ত চাঁদপুর, চাঁদপুর জেলা ছাত্রলীগ এবং চাঁদপুর প্রেসক্লাব।
এ ছাড়াও সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অন্যদিকে, সকাল ৯টায় চাঁদপুর স্টেডিয়ামে শিশু ও কিশোর সমাবেশে যোগ দেন শিক্ষামন্ত্রী। এসময় আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিশু কিশোরদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। পরে বিভিন্ন বিষয় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এছাড়া আলাদা অনুষ্ঠানে চাঁদপুর জেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করেছে।
স্টাফ করেসপন্ডেট, ২৬ মার্চ ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur