শাহরাস্তি ড. শহীদউল্ল‍্যাহ মেমোরিয়াল উবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

শাহরাস্তির ঐতিহ্যবাহী দেবকরা মারগুবা ড. শহীদউল্ল্যাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গতকাল বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও বিশিষ্ট আইনজীবি এ্যাড. মোঃ ইলিয়াছ মিন্টু।

তিনি তার বক্তব্যে বলেন তোমরা যে সংগীত পরিবেশন করেছ, নৃত্য করেছ, আমার মনে হয়েছে তোমরা পূর্ব থেকেই চর্চা করে এসেছো। এটার পাশাপাশি লেখাপড়ারও চর্চা করতে হবে। যত বেশি নিজেকে গড়ার মন-মানসিকতা থাকবে, তত বেশি তোমরা সুন্দর হবে। তত বেশি তোমরা জীবনে সফল হবে। সবার জীবনে লক্ষ্য থাকতে হবে, আমি ভালো মানুষ হব, আমি ভালো হব। তবেই তোমরা সফল হবে, অন্যথায় পিছিয়ে পড়বে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল বাশারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ফারহানা পারভীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূচীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভুইঁয়া লিটন, বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যুৎসাহী সদস্য আমিনুল ইসলাম খোকন,মেহার দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইকবাল কবির দুলাল, মোহাম্মদ আলী আজগর, সাফায়েতউল্লা,ইউপি সদস্য মাইনউদ্দীন,মোঃ মোশারফ হোসেন,মোঃ রবিউল হোসেন, মোঃ জামাল হোসেন। অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্তি ৫ জন শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিবেদক: জামাল হোসেন, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

Share