শহিদ মিনারে ফুল দিতে পারবেন সর্বোচ্চ ৫ জন

একুশে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রতিষ্ঠান পর্যায়ে পাঁচজন এবং ব্যক্তি পর্যায়ে একসঙ্গে দু’জন শ্রদ্ধা নিবেদন করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো.আখতারুজ্জামান।

শুক্রবার বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চু্যয়াল ক্লাসরুমে অমর একুশে উদযাপন উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড.মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দীন আহমেদ,শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.রহমত উল্লাহ,সাধারণ সম্পাদক নিজামুল হক ভূইয়া ও প্রক্টর অধ্যাপক ড.একেএম গোলাম রব্বানী।

এর আগে প্রতিটি সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ ৫ জন প্রতিনিধি ও ব্যক্তি পর্যায়ে একসঙ্গে সর্বোচ্চ দুজন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন বলে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ ফেব্রুয়ারি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি,আধাসরকারি,স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনসমূহে সঠিক নিয়মে, সঠিক রঙ ও মাপে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

১৮ ফেব্রুয়ারি ২০২২,
এজি

Share