‘উড়তা পাঞ্জাব’ ছবির মাধ্যমে নয় বছর পর একসঙ্গে জুটি বেঁধেছেন কারিনা কাপুর খান ও শহিদ কাপুর। ছবিটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এক সময়ের প্রেমিক শহিদকে নিয়ে রসিকতা (ফান) করেছেন কারিনা।
গেল মাসে ‘উড়তা পাঞ্জাব’ ছবির ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছিলেন কারিনা ও শহিদ। অনুষ্ঠানে একে অপরের মধ্যে দুরত্ব বজায় রেখেছেন রাখলেও টের পাওয়া গেলো কারিনার রসিকতা।
শহিদ কাপুর ছবির অনুষ্ঠানে বলেন, ‘আমরা সবাই বাইরে ঘুরে ও উড়ে ছবির প্রচারনা করছি।’ এ কথার প্রেক্ষিতে কারিনা মজা বলেছেন, ‘ওহ, শহিদ, আপনি তো মদ ও সিগারেট কিছুই খান না, তবে কিভাবে উড়েছেন?’
তিন বছর চুটিয়ে প্রেম করার পর ২০০৭ সালে সম্পর্কের ইতি টানেন শহিদ-কারিনা। একই বছরে ‘জব উই মেট’ ছবিতে তার সবশেষ পর্দায় হন। এরপর অভিনেতা সাইফ আলি খানের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন কারিনা।
আর ২০১৫ সালে দিল্লির মেয়ে মীরা রাজপুতের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন শহিদ। খুব শিগগিরই বাবা হতে যাচ্ছেন তিনি। মা হতে যাচ্ছেন কারিনা- এ সংবাদও আসতে পারে যে কোনো সময়…।
নিউজ ডেস্ক : আপডেট৪:৩৬ পিএম, ৩১ মে ২০১৬, মঙ্গলবার
এইউ
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur